করুন নায়ারের এ কী করুণ হাল!

করুন নায়ারের এ কী করুণ হাল!

ভারতের টেস্ট স্কোয়াড থেকে করুন নায়ারের বাদ পড়া নিয়ে প্রশ্ন তুলেছেন হরভজন সিং প্রশ্নটা তুলেছেন হরভজন সিং। তাঁর জিজ্ঞাসা, কিসের ভিত্তিতে বাছাই করা হচ্ছে ভারতীয় দল? আন্তর্জাতিক ক্রিকেটে সাত শর বেশি উইকেট নেওয়া এই স্পিনার প্রশ্নটা তুলেছেন করুন নায়ার ভারতের টেস্ট স্কোয়াডে জায়গা না পাওয়ার পর। রাজকোটে কাল সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বিরাট কোহলির দল। দুই ম্যাচের এ টেস্ট সিরিজে রাখা হয়নি এই সংস্করণে ত্রিশতকের মালিক করুন নায়ারকে। আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে টানা ছয় টেস্টে তাঁকে বসিয়ে রাখার পর বাদ দেওয়া হয়েছে স্কোয়াড থেকে। হরভজন তাই জানতে…

বিস্তারিত