করোনায় ‘আক্রান্ত’ কক্সবাজার

করোনায় ‘আক্রান্ত’ কক্সবাজার

সমুদ্র সৈকতে যাওয়ার আগেই বিচে বাঁশি বাজিয়ে সতর্ক করছেন নীল ইউনিফর্ম পরিহিত বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা। পানিতে নামা তো দূরের কথা, ঠিকমতো সৈকতও দেখতে দেন না তারা। করোনা সংক্রমণ রোধে গত ১ এপ্রিল থেকে সৈকতে পর্যটকসহ লোকজনের সমাগম নিষিদ্ধ করে কক্সবাজার জেলা প্রশাসন। এরপর থেকেই প্রায় পর্যটকশূন্য কক্সবাজার। ট্যুরিজমের শহর কক্সবাজারের সব ব্যবসাই পর্যটননির্ভর। পর্যটকরাই এখানকার ব্যবসাকে চাঙা রাখেন। আর সৈকতের বিভিন্ন পয়েন্ট বন্ধ রাখায় স্থবির হয়ে পড়েছে কক্সবাজারের সবধরনের ব্যবসা-বাণিজ্য। কক্সবাজারের সুগন্ধা বিচ এলাকার সুবর্ণা স্টোরের মালিক জাহিদ হাসান দৈনিক আগামীর সময় কে বলেন, ‘এই সময়ে দৈনিক ১২-১৩ হাজার…

বিস্তারিত