কাজের বুয়া খুঁজে দেবে অ্যাপ

কাজের বুয়া খুঁজে দেবে অ্যাপ

রোবট ডাকো। ডাক পেয়ে রোবট না এলে ৩০ মিনিটের মাথায় বাসায় চলে আসবেন গৃহকর্মী বা কাজের বুয়া। সেই প্রশিক্ষিত গৃহকর্মী ঘরের কাজ শেষে প্রতি ঘণ্টার জন্য ১০০ টাকা মজুরি নিয়ে চলে যাবেন। রাজধানীর বাসিন্দাদের জন্য এমন সেবা দিতে এসেছে অ্যাপ ‘রোবট ডাকো’। বিষয়টি অদ্ভূত শোনালেও জীবনযাত্রা সহজ করতে এবার স্মার্টফোনে যুক্ত হয়েছে ‘বুয়া’ ডাকার অ্যাপ ‘রোবট ডাকো’। মাহমুদুল হাসান ও মেহেদী স্মরন নামের দুই ভাই মিলে এ অভিনব অ্যাপটি চালু করেছেন। অ্যাপটি পরিচালনার দায়িত্বে থাকা ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুল হাসান জাগো নিউজকে বলেন, অ্যাপের মাধ্যমে ঘরে বসেই রাজধানীবাসী পেয়ে যাবেন গৃহকর্মী।…

বিস্তারিত