কাঠঠোকরা পাখির বৈশিষ্ট্য

কাঠঠোকরা পাখির বৈশিষ্ট্য

মাহফুজ রাজা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ; কিশোরগঞ্জের হোসেনপুরের গ্রামগুলিতে একটা সময় অনেক বেশি চোখে পড়তো কাঠঠোকরা পাখিটি।  বর্তমানে উপজেলা থেকে বিলুপ্তির দিকে কাঠঠোকরা পাখি।অন্যান্য পাখির মতো কাঠঠোকরাদেরও (woodpeckers) অনন্য বৈশিষ্ট্য রয়েছে। পাখিদের বিভিন্ন অনন্য আচরনের অবশ্যই একটি কাঠঠোকরা পাখির কাঠ ঠোকরানো। আপনি কি কখনও ভেবে দেখেছেন যে কাঠঠোকরা কেন কাঠ ঠোকায়? জানা যায়,কাঠঠোকরা পাখির কাঠ ঠোকরানোর ৬ কারণ তাদের এই অনন্য আচরণের পিছনে রয়েছে যুক্তিযুক্ত কারণ। আসলে, আচরণটি তাদের জীবনযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গ্রহের অন্য যে কোনও প্রাণীর মতো, কাঠ ঠোকরার খাবার খোঁজার নিজস্ব একটি অনন্য উপায় রয়েছে। উদাহরণস্বরূপ,…

বিস্তারিত