কালের বিবর্তনে বিলিন গরুর গাড়ি।

কালের বিবর্তনে বিলিন গরুর গাড়ি।

মাহফুজ হাসান,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: “আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে ধুত্তুর ধুত্তুর ধুত্তুর ধু সানাই বাজিয়ে যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে” জনপ্রিয় বাংলা সিনেমা “আখি মিলন” সিনেমার জনপ্রিয় একটি গান।দুই যুগ আগেও গ্রামাঞ্চলে গরুর গাড়ি ছাড়া বিয়ে কল্পনা করা যেত না। বরপক্ষের লোকজন ১০ থেকে ১২টি গরুর গাড়ি সাজিয়ে বরযাত্রী যেত। সে সময় যেসব পরিবারে গরুর গাড়ি ছিল, তাদের কদর ছিল বেশি। কিশোরগঞ্জের সদরের কর্ষা-কড়িয়াল ইউনিয়নের দামপাড়া গ্রামের আশি উর্ধ্ব  জৈনেক গাড়িয়াল মলিন কন্ঠে বলেন, “একটা সময় এই পেশায় কামাই আচিন,সম্মান আচিন অহন নাই এল্লাইগা  আমরা ছাইরা দিচি।এ চারাও ইঞ্জিন টিঞ্জিন…

বিস্তারিত