কাল বাদে পরশু কারবানি ঈদ, হাট ভর্তি গরু ছাগল ক্রেতা নেই

 রাজশাহী ব্যুরো ডাঃ মোঃ হাফিজুর রহমান (পান্না) কাল বাদে পরশু কোরবানি ঈদ। কোরবানির সময় ঘনিয়ে আসায় রাজশাহীতে হাট জমে উঠলেও ক্রেতা নেই। ক্রেতাদের আনাগোনা থাকলেও হাটে কেনাবেচা তুলনামূলক ভবে খবই কম। ক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় এবার হাটে গবাদি পশুর দাম বেশি চাওয়া হচ্ছে। রাজশাহীর মহানগরীর সিটিহাট, নওহাটা, দামকুড়া, কাঁটাখালী হাট রয়েছে। এছাড়াও পুঠিয়া উপজেলার বানেশ্বর হাট, ঝলমলিয়া হাট, গোদাগাড়ীর, কাঁকনহাট ও মহিষালবাড়ি হাট, বাগমারার ভবানীগঞ্জ ও তাহেরপুরহাট, মোহনপুরের কেশরহাট ও সাপাইহাট, তানোরের মু-ুমালা হাট উল্লেখযোগ্য। ক্রেতা-বিক্রেতাত উভয় মিলে মুখরিত হয়ে আছে এসব হাটগুলি। রাজশাহীর নগরীর সিটিহাটের দেখাশোনা করে রাজশাহী…

বিস্তারিত