সুন্দরগঞ্জে কুটিরশিল্প-পণ্যমেলার নামে ‘লটারী’

সুন্দরগঞ্জে কুটিরশিল্প-পণ্যমেলার নামে 'লটারী'

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারী বালক উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বীর-মুক্তিযোদ্ধা কুটিরশিল্প ও পণ্যমেলার নামে চলছে প্রকাশ্য ‘লটারী’র মাধ্যমে প্রত্যহ লক্ষ লক্ষ টাকা হাতানোর মহোৎসব। বিভিন্ন তথ্যে জানা যায়, গত ২২ মে এ মেলার যাত্রা শুরু হলেও এর অনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ২৩ মে সন্ধ্যায়। মেলার প্রধান প্রবেশ পথে টিকেট মূল্য ২০ টাকা করে। এরপর ভূতের বাড়ি ৩০ টাকা করে। রেলগাড়ি ভ্রমণসহ বিভিন্ন প্রদর্শনীয় উপভোগের ক্ষেত্রে পৃথক পৃথকভাবে টিকেট অতঃপর নির্ধারিত মূল্যের নগদ টাকা হাতানো ছাড়াও প্রথম প্রবেশ পথের টিকেটের একাংশ লটারীতে ব্যবহার করছেন কর্তৃপক্ষ। এতে প্রথম…

বিস্তারিত