আবাসন চাহিদায় ভরাট হচ্ছে জলাশয় ঃ কমে যাচ্ছে কৃষি জমি

হাওর-জলাশয় ভরাট হয়ে নষ্ট হচ্ছে মাছের আবাসস্থল/আবাসন চাহিদায় ভরাট হচ্ছে জলাশয় ঃ কমে যাচ্ছে কৃষি জমি

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ ঃ   মাছের অবাধ বিচরনের জন্য বিশাল জলরাশি আবাসস্থল হিসেবে প্রয়োজন। খাল বিল, পুকুর, ডোবা নালা, হাওড় বাওড়, নদী এবং বর্ষায় উন্মুক্ত জলাশয়ই মাছের আবাসস্থল। শুকনো মৌসুমে কৃষি জমিতে আবাদ করে মানুষের খাদ্যের সংস্থান করে যে জমি, তা ই আবার বর্ষায় মাছের আবাসস্থল, বিচরন ক্ষেত্র, প্রজনন ক্ষেত্র। আবাসস্থল না থাকলে মাছের উৎপাদক ব্যাহত হবে। প্রোটিনের সংস্থান কমে যাবে। এক শ্রেণির আবাসণ ব্যবসায়িরা মাছের আবাসস্থল, কৃষিজমি বালি দিয়ে ভরাট করে ফেলছে। এতে মাছের সঙ্কটের পাশাপাশি মানুষ ও গো-খাদ্যের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। এসব বিষয় চিন্তা না করেই…

বিস্তারিত