কৃষ্ণচূড়ার সৌন্দর্যে নুয়ে পড়েছে প্রকৃতি

কৃষ্ণচূড়ার সৌন্দর্যে নুয়ে পড়েছে প্রকৃতি

মাহফুজ হাসান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ কৃষ্ণচূড়ার সৌন্দর্যে মুগ্ধ হয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন,  “কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জুরি কর্ণে, আমি ভুবন ভোলাতে আসি গন্ধে ও বর্ণে” কৃষ্ণচূড়ার যে আবেগ বা অনুভূতির বিশাল একটা যায়গা জুড়ে তা বলার অবকাশ রাখেনা,কবিমন  উপমা হিসেবে  ব্যবহার করে কৃষ্ণচূড়ার নাম।যেমন- “কৃষ্ণচূড়ার আবেগে ম্লান হয়ে ধরা দিও আমার কাছে। আমি তখন তোমায় ফিরিয়ে দেব না” ব্যস্ততম পৃথিবীতে   যেন সব ক্লান্তি ভুলিয়ে দিতেই ফোটে কৃষ্ণচূড়া। তার রঙ যেন সতেজ করে দেয় পথিকের মন। কিশোরগঞ্জের প্রকৃতিতে যেন এখন জীবনের স্পন্দন। কিশোরগঞ্জের বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজের পশ্চাদে…

বিস্তারিত