কোকা-কোলা, ফান্টা ও স্প্রাইটের বিকল্প পানীয় আনল রাশিয়া

কোকা-কোলা, ফান্টা ও স্প্রাইটের বিকল্প পানীয় আনল রাশিয়া

ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের কারণে রুশ বাজার ছেড়ে গিয়েছিল কোকা-কোলা, ফান্টা ও স্প্রাইটের মতো বৈশ্বিক কোমল পানীয় সব ব্র্যান্ড। ধারণা করা হয়েছিল, বৈশ্বিক এসব ব্র্যান্ড বাজার ছেড়ে যাওয়ায় বেশ ক্ষতিগ্রস্ত হবে মস্কো। তবে ক্ষতি ঠিক কতটা হয়েছে সেটি পরিমাপ করার আগেই নামকরা এসব পানীয়র বিকল্প বাজারে এনেছে রুশ বেভারেজ প্রস্তুতকারক একটি প্রতিষ্ঠান। গত বৃহস্পতিবার (১৯ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম মস্কো টাইমস। গত সোমবার রাশিয়ার পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওচাকোভো কোকা-কোলা, ফান্টা ও স্প্রাইটের বিকল্প পানীয় চালুর ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটির ঘোষণা অনুযায়ী, রুশ নাগরিকরা এখন থেকে বিশ্ববিখ্যাত এই…

বিস্তারিত