কোথা থেকে উৎপত্তি হল চা?

কোথা থেকে উৎপত্তি হল চা?

প্রতিটি খাবার কোন না কোন সময় প্রথম উৎপাদন করা হয়েছিল। চায়ের আবিষ্কারও কখনও না কখনও অবশ্যই হয়েছে। কেউ তো অবশ্যই চিন্তা করেছিল যে, গাছের পাতার স্বাদ কতটা মজার হতে পারে। তবে চা আবিষ্কারের পেছনেও রয়েছে মজাদার ঘটনা। চাইনিজ সম্রাট শেন নাগের গরম পানির পাত্রে একদিন চা পাতা পড়ে যায়। এরপর মনের অজান্তে তিনি সেই পানি পান করে। এরপর বছরের পর বছর এই চা পাতার চাহিদা শুধু বেড়েই চলেছে। পানির পরে মানুষ সবচেয়ে বেশি চা পান করে। প্যাকেটজাত চা পাতা তৈরির পেছনেও মজাদার কাহিনী রয়েছে। ১৯০৮ সালে থমাস সুলিভান ক্রেতার নিকট…

বিস্তারিত