কোহলির আগ্রাসনের পক্ষে লেহম্যান

কোহলির আগ্রাসনের পক্ষে লেহম্যান

বিরাট কোহলির আগ্রাসী মনোভাব নিয়ে ক্রিকেট বিশ্ব দু’ভাগ। কেউ কেউ কোহলির আচরণের সমালোচনা করেছেন, কেউ কেউ কোন অন্যায় দেখছেন না। এই দ্বিতীয় দলে এ বার নাম লেখালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন কোচ ড্যারেন লেহম্যান। তার মতে, কোহলির আচরণে অন্যায় কিছু নেই। বৃহস্পতিবার সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে লেহম্যান বলেছেন, ‘‘কোহলি খুবই আবেগপ্রবণ। মাঠে এই আবেগের বহিঃপ্রকাশটাই ঘটে। কোহলি তাই মাঠে এ রকম করে থাকে এবং ভবিষ্যতেও করবে।’’ কোহলি সম্পর্কে লেহম্যানের আরও মন্তব্য, ‘‘কোহলি চ্যালেঞ্জ খুব উপভোগ করে। ও জিততে চায়। নিজের জন্য শুধু নয়, দেশের জন্যও। কোহলির এই তীব্র আবেগ প্রদর্শনের মধ্যে…

বিস্তারিত