ক্রেতা নেই, আড়তে-ট্রলারে পচছে তরমুজ

‘ব্যবসা করি ২৫ বছরের ওপরে। এ বছরের মতো এত তরমুজ পচা দেখিনি। ট্রলার-গাড়ি ভাড়া করে চাষিরা তরমুজ নিয়ে আসেন। আসতে আসতে অর্ধেক পচে যায়। আর ক্ষেতেতো অর্ধেক পচেই গেছে। খালি হাতে বাড়ি ফিরছেন চাষিরা’ কথাগুলো বলছিলেন বরিশালের তরমুজ ব্যবসায়ী মনির হোসেন। মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে বরিশাল পোর্ট রোড খালের পাড়ে তার সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। শুধু মনির হোসেন নন, মূলধন হারানোর পথে অসংখ্য তরমুজ চাষির দীর্ঘশ্বাসে ভারী হয়ে উঠেছে দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ তরমুজের এই বাজার। বরিশাল পোর্ট রোডের আড়তদার মনির হোসেন জানান, পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ধুলিয়া নদীর তীরবর্তী গ্রামের চাষি…

বিস্তারিত