আমের বাজারে নেই ক্রেতা, ক্ষতির মুখে চাষিরা

আমের বাজারে নেই ক্রেতা, ক্ষতির মুখে চাষিরা

নাটোরের বৃহত্তম আম বাজারে প্রতি বছর আমের মৌসুমে প্রায় ২০০ কোটি টাকার আম কেনাবেচা হলেও করোনার ঊর্ধ্বগতির কারণে এবার এই বাজারে নেই ক্রেতা। বাইরের জেলার আম সরবরাহ না হওয়ায় ক্ষতির মুখে বাগান মালিকরা। তবে স্বাস্থ্যবিধি মেনে আম পরিবহনের ব্যবস্থা করেছেন নাটোরের পুলিশ সুপার। নাটোর জেলায় উৎপাদিত ১৩ জাতের আমের মধ্যে গত ২০ মে থেকে মিষ্টি জাতের আম বাজারজাত হচ্ছে। এই ১৫ দিনে গোপালভোগ, ক্ষীরশাপাত, ল্যাংড়া ও লক্ষণ ভোগসহ বিভিন্ন জাতের আমগাছ নামানো হয়েছে। জেলার বৃহত্তম আম বাজার বড়াইগ্রাম উপজেলার আহমদপুরের আড়তগুলোতে বাগান মালিকরা আম আনলেও নেই ক্রেতা। নাটোর জেলায় করোনার…

বিস্তারিত