বসুন্ধরায় খেলার কথা ভাবছে বিসিবি

বসুন্ধরায় খেলার কথা ভাবছে বিসিবি

বেশ অনেকটা দিন ধরেই টানা খেলার মধ্যে আছে বাংলাদেশের হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-এ বাংলা স্টেডিয়াম। পিচের মান নিয়েও আছে সমালোচনা। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন নিজেও কিছুটা চিন্তিত এই ইস্যুতে। জানিয়েছেন, টানা খেলার মাঝে মিরপুরের মাঠ ঠিক করারই সময় পাওয়া কঠিন। এমনসব কারণে বিকল্প ভেন্যু খুঁজছে বিসিবি, এমন কথাও শোনা গিয়েছে। এবার হয়ত বিকল্প ভেন্যু পেয়েও গিয়েছে তারা। ভেন্যুর সন্ধানে বসুন্ধরা গ্রুপের দিকেই নজর তাদের। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সও প্রস্তুত বিসিবিকে সাহায্য করতে। গতকাল রংপুর রাইডার্সের সিইও ইশতিয়াক সাদিক মুখোমুখি হন গণমাধ্যমের। এ সময় তিনি বলেন, ‘একটা জিনিস আগেই…

বিস্তারিত