গাছ একটাই, উপরে বেগুন নিচে আলু!

গাছ একটাই, উপরে বেগুন নিচে আলু!

একটিই গাছ তবে ফলছে দুইটি সবজি। এমন ঘটনাকেই সম্ভব করেছেন গবেষকরা। উদ্ভাবিত হয়েছে বেগুন ও আলু উৎপন্ন করতে সক্ষম এমন গাছ। এই গাছের উপরে ধরেছে বেগুন আর নিচে আলু।  একইগাছে একসাথে বেগুন ও আলু ধরার কারণে গবেষক বেগুনের ইংরেজি পরিভাষা ‘ব্রিঞ্জাল’ আর ‘আলু’ একত্রে নিয়ে গাছটির নাম দিয়েছেন ‘ব্রিঞ্জালু বা বেগুন-আলু।’ রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অবসরপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর ড. আব্দুল্লাহ মোহাম্মদ ফারুক ব্রিঞ্জালু’র উদ্ভাবক।  গবেষক ড. ফারুক জানান, ‘এখানে জোড় কলমের মাধ্যমে আলু ও বেগুন গাছের কলম সৃষ্টি  করে একটি স্বতন্ত্রধর্মী গাছে রূপ দেওয়া হয়েছে। গাছটির উপরের অংশে বেগুন ধরবে আর নিচের…

বিস্তারিত