শোভা বাড়ায় রূপগঞ্জের গাজরা ফুলের মালা

শোভা বাড়ায় রূপগঞ্জের গাজরা ফুলের মালা

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ ঃ গাজরা ফুল তুলছেন তোতা মিয়া ও রিতা। মঙ্গলবার সকালে রূপগঞ্জের মাছুমবাদ এলাকায় ভোর ৫টা। সূর্য তখনও পুব দিকে জেগে ওঠেনি। নারী-পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে ব্যস্ত গাজরা ফুল তোলায়। আলো ফুটতেই শুরু হয় তাদের মালা গাঁথার কাজ। বিয়েসহ বিভিন্ন অনুষ্ঠানে চুলের সৌন্দর্য বাড়াতে খোঁপায় গাজরার মালা পরে থাকেন নারীরা। এ কারণে গাজরার চাহিদা বেশ ভাল। রাজধানীর ঢাকায় বিভিন্ন অনুষ্ঠানের শোভা বাড়াচ্ছে রূপগঞ্জের গাজরা ফুলের মালা। রূপগঞ্জ উপজেলার মাছুমাবাদ, মুরিয়াবো, পাচাঁইখা, গন্ধর্বপুরসহ বেশ কয়েকটি এলাকায় গাজরা ফুলের চাষ এবং গাঁথুনির চিত্র দেখা যায়। এসব এলাকায় দুই যুগ…

বিস্তারিত