গাজীপুর শ্রীপুরে বিষাক্ত ব্যাটারী কারখানা বন্ধের দাবীতে মানববন্ধন ও অবরোধ কর্মসুচি করে এলাকাবাসী।

সাগর আহামেদ মিলনঃ গাজীপুর শ্রীপুর কেওয়া পুর্বখন্ড এলাকায় আজ বুধবার সকাল সাড়ে দশটার সময় গ্যালি ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি লি. ব্যাটারি তৈরীর কারখানাটি বন্ধের দাবীতে দুই বার মানববন্ধন করার পর আজ অবরোধ  কর্মসূচি পালন করে। মানববন্ধধন ও অবরোধ কর্মসুচিতে অংশ গ্রহণ করে এলাকার বিভিন্ন পেশাজীবির লোকজন ও কেওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাএ ছাএী ও আরো অনেকে। এলাকাবাসী জানায় কারখানায় সীসা গলিয়ে ব্যাটারী বানানো হয়। এ্যাসিড ব্যবহার সহ নানা ধরণের ক্যামিকেল ব্যবহারের ফলে আশেপাশের পুরো এলাকায় মারাত্মক ক্ষতি হচ্ছে। বিষাক্ত কালো ধোয়ায় এলাকায় বিশেষ করে শিশুরা শ্বাসকষ্টসহ ফুসফুসের নানা রোগে আক্রান্ত হচ্ছে।এবং কেওয়া…

বিস্তারিত