দাবানলে জ্বলছে গ্রিস, গৃহহীন হাজারো মানুষ

দাবানলে জ্বলছে গ্রিস, গৃহহীন হাজারো মানুষ

গ্রিসের এভিয়া দ্বীপের হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছেন। রোববার ষষ্ঠ দিনের মতো দাবানল অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়ছে দ্বীপটিতে। কর্তৃপক্ষ বলছে, সমুদ্রপথে অনেককে সরানোর পর ক্ষতিগ্রস্তদের নিরাপদে স্থানে নিতে প্রস্তুত রয়েছে ফেরি। রাজধানী এথেন্সের শহরতলীতেও দাবানল ছড়িয়ে পড়েছিল। তবে সেখানে এখন এর ক্ষিপ্রতা কমেছে। তবে রাজধানী এথেন্সের উত্তরের এভিয়া দ্বীপে দাবানল চলছে। চারপাশে ছড়িয়ে পড়া এই দাবানলে হাজার হাজার হেক্টর বনাঞ্চল পুড়ে ছাঁই হয়েছে বলে জানা যাচ্ছে। আরও পড়ুন.. অনলাইন শপিং … জেনারেল উইন্ডো এসির দাম ও কোথায় পাবেন বাংলাদেশে ? সনি টিভি অফার | বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ২০২১ সিরিজ…

বিস্তারিত