গোপালগঞ্জে আবাদি জমিতে গুচ্ছ গ্রামের পরিকল্পনা

গোপালগঞ্জে আবাদি জমিতে গুচ্ছ গ্রামের পরিকল্পনা

গোপালগঞ্জের কাশিয়ানীতে আবাদি জমিতে গুচ্ছ গ্রাম নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে। এতে দুশ্চিন্তাগ্রস্থ ও ক্ষুব্ধ সেখানকার কৃষকেরা। স্থানীয়রা জানান, বিগত একশ বছর ধরে মধুমতি নদী গতিপথ পরিবর্তন করে পশ্চিম থেকে পূর্ব দিকে সরে এসেছে। এর ফলে পরাণপুর গ্রামের ৯৩ নং মৌজার বারোআনি জমি বিভিন্ন সময়ে একদিকে যেমন তলিয়েও গেছে, আবার অন্যদিকে চরও জেগে উঠেছে। আবার, বহু জমি চলে গেছে নদীর ওপারে নড়াইল জেলা সীমান্তে। জেগে ওঠা চরের এসব জমির সিএস, আরএস এবং এসএ রেকর্ডীয় মালিকানার কাগজপত্র রয়েছে। সে অনুযায়ী বংশ পরাম্পরায় তারাই এসব জমি চাষাবাদ ও ভোগ করে আসছিলেন বলে জানান…

বিস্তারিত