রোনালদোর জোড়া গোল, গোল পাননি নেইমার

এসেনসিওর খেলা দেখানো শেষ হয়নি তখনো। মাত্র দুই মিনিট পরে স্প্যানিশ ম্যাজিশিয়ানের আরেকটি ক্রস খুঁজে নিল মার্সেলোকে। ব্যবধান বাড়াতে ভুল করেননি এই ফুলব্যাক। এর আগে অবশ্য তাঁর সঙ্গেই ওয়ান-টু-ওয়ান করেই সুযোগটা সৃষ্টি করেছেন এসেনসিও। মাত্র ৮ মিনিটের মধ্যে খেলাটা কীভাবেই না বদলে দিলেন জিনেদিন জিদান!

এমন চাপে রোনালদো কি কখনো পড়েছেন? প্রথমার্ধের অন্তিম মুহূর্ত। গোল থেকে ১২ গজ দূরে দাঁড়িয়ে। পেনাল্টি শট নেওয়ার আগে একবার অস্বস্তিতে মাথা ঝাড়া দিলেন, চোখও বন্ধ করলেন একবার। এই পেনাল্টি স্পটে এর আগেও অনেকবার এসেছেন। অধিকাংশই গোল বানিয়েছেন, মাঝে মাঝে দু-একটা হাতছাড়া করেছেন। পেনাল্টি নেওয়ার চাপে তো রোনালদোর এমন হওয়ার কথা নয়! মুহূর্তটাই অন্যরকম ছিল । নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদ এরই মধ্যে পিছিয়ে পড়েছে। ভাগ্য হাত না বাড়ালে ব্যবধান এক না হয়ে দুইও হতে পারত। না, এমন চাপে কখনো পড়েননি রোনালদো। কিন্তু সে চাপ কাটিয়ে শট নিলেন। ওতেই হলো ইতিহাস,…

বিস্তারিত