চাঁদপুরের চরাঞ্চলের প্রতিটি বাড়িই সবজির বাগান পেয়েছেন শফলতা

চাঁদপুরের চরাঞ্চলের প্রতিটি বাড়িই সবজির বাগান পেয়েছেন শফলতা

মোঃ রাসেল দেওয়ান চাঁদপুর প্রতিনিধি এবছরের অন্যান্য সময়ের চাইতে শীত মৌসুমে সবজির আবাদ বেশী হয়। চরাঞ্চলও সেই প্রতিযোগিতায় পিছিয়ে নেই। নদীর ভাঙা গড়ার খেলায় এক চর থেকে অন্য চরে ঘর-বাড়ি তৈরী করে চরাঞ্চলের লোকজন। নতুন করে স্বপ্ন দেখেন যেখানে তাদের বাড়ী হয়। সেখানেই গড়ে তুলেন সবজির বাগান। একই সাথে গবাদি পশু ও অন্যান কৃষি উৎপাদন করেন। বর্তমানে চরাঞ্চলের উৎপাদিত সবজি দিয়ে শহর অঞ্চলের সবজির একটি অংশ চাহিদা মিটে। চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর পশ্চিমে চরগুলোর ছোট বাড়ি গুলো দেখে মেন হয় প্রতিটি বাড়িই যেন সবজির বাগান। সম্প্রতি সময়ে চাঁদপুর সদর…

বিস্তারিত