চাঁদের প্রথম ছবি পাঠালো ভারতের ল্যান্ডার বিক্রম

ভারতীয় মহাকাশযান চন্দ্রযান-৩ এ যুক্ত ল্যান্ডার বিক্রম চাঁদের ছবি পাঠিয়েছে। চাঁদের বুকে এই চন্দ্রযানের রোভারকে সফলভাবে অবতরণ করানোর চেষ্টা করবে ল্যান্ডার বিক্রম। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (১৮ আগস্ট) মহাকাশযানে প্রপালশন মডিউল থেকে সফলভাবে বিচ্ছিন্ন হওয়ার পর বিক্রম চাঁদের প্রথম ছবি পাঠায়। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) ল্যান্ডার বিক্রমের ইমেজার (এমআই) ক্যামেরা-১ দিয়ে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেছে। এতে চাঁদের বিভিন্ন অংশের ছবি রয়েছে। যার মধ্যে রয়েছে জিয়োর্দানো ব্রনো ক্রাটার (গর্ত বা অগ্নিমুখ)। যা চাঁদের অন্যতম নবীন একটি ক্রাটার। এছাড়া এই ল্যান্ডারটির ক্যামেরা হারকেবি…

বিস্তারিত