চিন থেকে লন্ডন! বিশ্বের দীর্ঘতম রেলপথ খুলে গেল

চিনের বেজিং থেকে শুরু হল বিশ্বের দীর্ঘতম ট্রেন সফর। গন্তব্য লন্ডন। লন্ডন পৌঁছতে কতদিন সময় লাগবে? কেনই বা এই ভাবনা চিনের? একটু দূরে কোথাও গন্তব্য হলে আমজনতা বেছে নেন ট্রেনকেই। আর হাতে সময় কম থাকলে বিমানই ভরসা হয়ে ওঠে। বিদেশ ভ্রমণে বেশিরভাগ ক্ষেত্রে বিমানই একমাত্র ভরসা। আর সেই দূরত্বটা যদি কয়েক হাজার মাইল হয়, তবে প্লেন ছাড়া আর কোনও উপায়ই থাকে না। এবার বদলে গেল সেই চিত্রটা। চিনের বেজিং থেকে শুরু হল বিশ্বের দীর্ঘতম ট্রেন সফর। চিন পেরিয়ে ট্রেনটি পৌঁছবে লন্ডনে। সময় লাগবে ১৮ দিন। এই প্রথম চিন এবং লন্ডনের…

বিস্তারিত