চীনের নতুন ফাইটার প্লেনে সুপারসনিক গতি

চীনের নতুন ফাইটার প্লেনে সুপারসনিক গতি

পৃথিবীর আকাশে উড়লো নতুন ফাইটার প্লেন। প্লেনটির নাম জে টোয়েন্টি। এটি মালিক এখন চীনের দ্য পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স।  চীনের এয়ারফোর্সের মূখপাত্র শেন জিয়েনকে শিনহুয়াকে জানিয়েছেন, দেশটির এয়ারফোর্সের ফাইটার স্কোয়াড্রনে নতুন প্লেনটি যুক্ত হয়েছে। এই বিমানটি চীনের আকাশকে বহিঃশক্রর আক্রমণ থেকে রক্ষার পাশাপাশি যুদ্ধকালীন সময়ে আকাশযুদ্ধে অংশ নেবে। জে টোয়েন্টি মূলত পঞ্চম প্রজন্মের শক্তিশালী ও ভারী দুই ইঞ্জিনের স্টিলথ ফাইটার। প্লেনটিতে অ্যাডভান্সড অ্যাকটিভ ইলেকট্রোনিক্যালি স্ক্যানড অ্যারে(এইএসএ) রাডার ব্যবহার করা হয়েছে। এতে তিনটি উইপেন বে রয়েছে। এটি এয়ার টু এয়ার মিজাইল এবং বোমা নিক্ষেপ করতে পারে। দ্রুত গতির এই ফাইটারটি অনেক…

বিস্তারিত