চোখে যখন ছানি পড়ে

মনে হয় যেন মেঘলা আচ্ছাদন পড়েছে চোখের ওপর। স্বাভাবিক দৃষ্টি হয় বিঘ্নিত। ঘনিয়ে আসে ক্রমশ অন্ধত্ব। আমাদের দেশের অধিকাংশ বয়স্ক ব্যক্তি আক্রান্ত এই চক্ষুনাশক ব্যাধিতে। সহজ ভাষায় যাকে বলে ছানি। অথচ সময় থাকতে সতর্ক হলে এবং উপযুক্ত চিকিৎসা নিলে দৃষ্টিশক্তি বজায় রাখা সম্ভব। রোগের জটিলতা এবং চিকিৎসা নিয়ে রাইজিংবিডিকে বিস্তারিত জানাচ্ছেন পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষুবিশেষজ্ঞ প্রফেসর ডা. জালাল আহমেদ। কাকে বলা হয় ছানি আমাদের চোখের ভেতরে রয়েছে স্বচ্ছ লেন্স, যার মাধ্যমে চোখে আলো প্রবেশ করে। এই আলো রেটিনাকে স্পর্শ করলেই আমরা দেখতে পাই। কিন্তু কোনো কারণে এই লেন্স যদি…

বিস্তারিত