চোখ উঠা রোগের প্রাদুর্ভাব বাড়ছে কিশোরগঞ্জে

চোখ উঠা রোগের প্রাদুর্ভাব বাড়ছে কিশোরগঞ্জে

মাহফুজ হাসান,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার প্রতিটি উপজেলাতেই চোখ উঠা রোগের ছড়াছড়ি। রাস্তা ঘাটে বের হলে দেখা মিলছে কালো চশমা পরিহিত মানুষ।  চোখ ওঠা রোগের প্রাদুর্ভাব ব্যপক ভাবে বাড়ছে। জানা যায়,এ রোগকে বলে কনজাংটিভাইটিস। চোখের কনজাংটিভা নামক পর্দার প্রদাহই চোখ ওঠা রোগ। এ রোগটি মূলত ভাইরাসজনিত এবং ছোঁয়াচে। চোখ উঠলে আমাদের বেশি আতঙ্কিত হওয়া উচিত নয়। কেননা মেডিকেল রিপোর্ট বলে যে এটা মারাত্মক কোনো রোগ নয় যেটা আপনার শরীরে অঙ্গহানি বা ভয়ঙ্কর রকমের ক্ষতি করবে। বরং মেডিকেল সাইন্স বলছে চোখ ওঠার মাধ্যমে আমাদের ব্রেইনের অনেক উপকার হয়। যে একই কথাটা…

বিস্তারিত