পা ছুঁয়ে সালাম করা কি জায়েজ?

পা ছুঁয়ে সালাম করা কি জায়েজ?

পায়ে হাত দিয়ে সালাম করার শরিয়তের কোনো বিধান আছে কি? গ্রামে-গঞ্জে, এমনকি শহরেও দেখা যায়- অনেকে বয়স্কদের পা ধরে সালাম করে। আসলে এটা কতটুকু শরিয়তসম্মত? যারা বিষয়টি সম্পর্কে জানতে চান, তাদের জন্য উত্তর হলো- আসলে আমাদের পরিভাষায় এটিকে কদমবুচি বলা হয়। পায়ে হাত দিয়ে সালাম কারার বিষয়টি— ভারত বর্ষের কোনো কোনো জায়গার সংস্কৃতি। ইসলামের পরিভাষায় এটাকে সালাম বলা হয় না। ইসলামের দৃষ্টিতে সালাম বলতে যেটা বুঝানো হয়— সেটা হলো- আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা। যে কাউকে সালাম দেওয়া যায়। বড় ছোটকে, ছোট বড়কে। বাবা সন্তানকে, সন্তান বাবাকে। স্বামী স্ত্রীকে, স্ত্রী…

বিস্তারিত

ছাগলনাইয়ায় ওমান প্রবাসী সালামের উপর হামলাকারী আটক ২

ছাগলনাইয়ায় ওমান প্রবাসী সালামের উপর হামলাকারী আটক ২

  যতীন্দ্র সূত্রধর, ছাগলনাইয়া প্রতিনিধি : গত ১৫ এপ্রিল বিকাল সাড়ে ৫ টা সময় ছাগলনাইয়া পৌরসভাধীন ( জিরো পয়েন্ট) পুলিশ বক্সের  সামনে দক্ষিণ যশপুর গ্রামের ওমান প্রবাসী, সালাম মজুমদারের উপর হামলা চালিয়ে ছিলো কতিপয় সন্ত্রাসীরা।বিষয়টি নিয়ে জেলা ব্যাপি চলছিলো আলোচনার ঝড়।আসামীদের গ্রেপ্তারে জনমনে ছিল নানান ধরণের প্রশ্ন। কিন্তু ১৮ এপ্রিল দুপুর আড়াইটা সময় মামলার তদন্ত কর্মকর্তা এস আই আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া পৌরসভাধীন রেজু মিয়া হইতে সালামের উপর হামলাকারী প্রধান আসামী সাহাদাত হোসেন মিনার ও ৪ নং আসামী রিয়াজ উদ্দিন চৌধুরী মিশু কে গ্রেফতার করেন পুলিশ।…

বিস্তারিত