ছিলেন শারীরিক প্রতিবন্ধী, শিক্ষকরা বানালেন শিক্ষা প্রতিবন্ধী

ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি আগ্রহ থাকলেও ছিলো না খেলার সুযোগ। হুইলচেয়ারে বসেও যে ক্রিকেট খেলা যায় সে ধারণাই ছিল না হোসাইনের। ছোটবালায় গ্রামের বন্ধুদের সাথে খেলতেন কষ্ট করে, মাটিতে বসে বসে। হুইলচেয়ার ক্রিকেট দলের অধিনায়ক  সাথে পরিচয়ের পর রাজন শিখে ফেলেছেন কীভাবে হুইলচেয়ারে বসেও চার-ছক্কা হাঁকানো যায়। ১৯৮৮ সালে দোবাদিয়া উত্তরখান গ্রামে সুস্থভাবেই জন্ম হয়েছিল রাজনের। কিন্তু দুই বছর বয়সে হলো সর্বনাশা জ্বর। চিকিৎসক ঠিক বুঝতে পারলেন না রোগটা কী! দেওয়া হলো নিউমোনিয়ার ঔষধ। কিন্তু পরে জানা গেল পোলিওতে আক্রান্ত ছিলেন রাজন। প্রথমে বেশ কিছুদিন পুরো শরীরই অবসই হয়ে ছিল তার। পরে ধীরে…

বিস্তারিত