ছেলের জন্মদিন ও ট্রফি একসঙ্গে উদযাপন করতে চান জেমি

ছেলের জন্মদিন ও ট্রফি একসঙ্গে উদযাপন করতে চান জেমি

লন্ডনে আজকের রোববারটি অন্য সব রোববারের মতো নয়। ৫৫ বছর পর ইংল্যান্ড ফুটবলের বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে খেলছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ব্রিটিশ কোচ জেমি ডে মাত্র চল্লিশ পেরিয়েছেন। তিনি ১৯৬৬ সালে বিশ্বকাপের ফাইনাল দেখেননি। আজকের ফাইনালটি বাংলাদেশের কোচের কাছে একটু ভিন্ন রকমের। আজ তার ছেলে হ্যারীর ১৬ তম জন্মদিন। ইংল্যান্ডের ট্রফি ও ছেলের জন্মদিন একসঙ্গে পালন করতে চান জেমি, ‘এটি আমার জন্য খুবই ভালো একটা উপলক্ষ। বাসায় পরিবারের সঙ্গে খেলা দেখব। আমার ছেলের জন্মদিন পালন করব। ইংল্যান্ড চ্যাম্পিয়ন হলে সেটা হবে আমাদের আনন্দের বড় উপলক্ষ।’ জেমি ডের বয়স মাত্র…

বিস্তারিত