ছোটদের চা খেতে দেওয়া নিরাপদ নয়

বাড়ির ছোটদের চা খেতে দেওয়া হয় এমন দৃশ্য কমবেশি অনেক পরিবারেরই দেখা যায়। অনেক সময় দেখা যায়, চা না দেওয়া হলেও ছোটদের আবদারে নাজেহাল হয়ে বড়রা চা খেতে দেন। কিন্তু ছোটদের চা খেতে দেওয়া আদৌ নিরাপদ নয়। চিকিৎসকদের মতে, সর্দি কাশির সময়েও শিশুদের চা দিলে ভাল হয়। অনেক বাড়িতে দেখা যায় যে, ছোট বয়স থেকেই বাচ্চাদের চা খাওয়ানো হয়। এর ফলেই তারা অজান্তে বিপদ ডেকে আনেন। শিশুদের চা খাওয়ানোর আগে চা পাতা ২-৩ মিনিটের বেশি ভেজানো উচিত নয়। সেইসঙ্গে চা পাতাও অল্প পরিমানে দেওয়া উচিত। শিশুদের হাতে তুলে দেওয়ার আগে…

বিস্তারিত