জগন্নাথপুরের সত্য সন্ধানী এক অবিস্মরণীয় কৃতি পুরুষ গবেষক অধ্যাপক মুহম্মদ আসাদ্দর আলী

মো: আ: ওয়াদুদ অধ্যাপক মুহম্মদ আসাদ্দর আলী সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী লুদরপুর গ্রামে ১৯২৯ খৃষ্টাব্দে জন্ম লাভ করেন। তাঁর পিতার নাম মৌলভী মুহম্মদ ওসমানুল্লাহ এবং মাতার নাম মসতুরা খাতুন।পাঁচ ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তাঁর মাতা লুদরপুর আয়ান মুন্সী প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকা ছিলেন। বাল্যকাল থেকেই তিনি মেধাবী ছাত্র ছিলেন। এছাড়া অন্যান্য সকল বিষয়েও ছিল তাঁর সমান আগ্রহ ও পারদর্শিতা। তিনি ঐতিহ্যবাহী সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা শেষ করে সুনামগঞ্জ জুবিলী হাই স্কুল থেকে প্রবেশিকা পাশ করেন। অত:পর তিনি সিলেট সরকারী মুরারিচাঁদ কলেজে ভর্তি হন।সেখান থেকে…

বিস্তারিত