জাপানের হাতেই আজ এশিয়ার সম্মান

জাপানের হাতেই আজ এশিয়ার সম্মান

অতীত ইতিহাসকে যদি মানদণ্ড ধরা হয়, তাহলে বেলজিয়ামের চেয়ে বেশ এগিয়েই আছে জাপান। ফিফা র‌্যাংকিংয়ে বেলজিয়াম তিন নম্বরে হলে কী হবে, ষাট নম্বরে থাকা জাপানেরই কিন্তু মুখোমুখি লড়াইয়ে জয়ের স্মৃতি বেশি। এযাবৎ পাঁচবার খেলেছে ইউরোপ-এশিয়ার দুই দেশ। জাপান জিতেছে দু’বার, ড্রও দু’বার, বেলজিয়ামের জয় মাত্র একটি। কিন্তু অতীতের এসব তথ্যকে কেউ পাত্তা দিচ্ছে বলে মনে হচ্ছে না। বেলজিয়াম-জাপান ম্যাচ নিয়ে যতদিকের যত প্রেডিকশন, তাতে বেলজিয়ামকে রাখা হচ্ছে যোজন যোজন ব্যবধান সামনে। রেড ডেভিলদের জাপান-জয় নিশ্চিত, অপেক্ষা কেবল ব্যবধানের- এমনটাই আবহ চারদিকে। কিন্তু গ্রুপ পর্বে কলম্বিয়াকে হারিয়ে দেওয়া জাপান কি প্রতিপক্ষ…

বিস্তারিত