জিমেইলের নিরাপত্তায় যা করতেই হবে

জিমেইলের নিরাপত্তায় যা করতেই হবে

হ্যাকাররা প্রথমেই পাসওয়ার্ড দিয়েই কোথায় ঢোকার চেষ্টা করে। আপনার পাসওয়ার্ড শক্তিশালী না হলে এটি হ্যাকারদের জন্য একদম ডালভাত। তাই জিমেইলে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। পাসওয়ার্ডে নম্বর, ক্যাপিটাল অক্ষর ও বিভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহার করতে হবে। যেমন- asBf***$19kal পাসওয়ার্ড দেওয়ার সময় আরও যে বিষয়গুলো মাথায় রাখতে হবে তা এই টিউটোরিয়াল থেকে দেখে নেওয়া যেতে পারে। এ ছাড়া একই পাসওয়ার্ড একধিক  জায়গায় ব্যবহার করা উচিত নয়। একই সঙ্গে প্রতিমাসে অন্তত একবার করে পাসওয়ার্ড পরিবর্তনের চেষ্টা করতে হবে। টু স্টেপ ভেরিফিকেশন ব্যবহারকারীদের নিরাপত্তার কথা ভেবেই জিমেইলে যুক্ত করা হয়েছে ‘টু স্টেপ ভেরিফিকেশন’ ফিচার। এ নিরাপত্তা ফিচার…

বিস্তারিত