মাদক নির্মূল ক্রসফায়ার নয়, জিরো টলারেন্স নীতি অবলম্বনেই বন্দুকযুদ্ধ

নজরুল ইসলাম তোফা:: “মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে”, ”মাদক এক ভয়ংকর কীট, জীবনকে কুরে কুরে খায়”, “মাদক পরিহার করুন এবং নিজে বাঁচুন, আগামী প্রজন্মকে বাঁচান”, “অবৈধ মাদক ব্যবসায়ীর ছোবল থেকে বর্তমান ও আগামী নতুন প্রজন্মকে বাঁচান”, “আমরাও বাঁচতে চাই, মাদকমুক্ত জীবন চাই” এমন মাদক বিরোধী প্রচারপত্র বিতরণ, উদ্বুদ্ধকারী বহু স্লোগান সংবলিত পোস্টার, ব্যানার, প্লেকার্ড বা আয়োজনে রয়েছে পথসভা কিংবা পথে পথে গণমানুষের কন্ঠস্বরে ধ্বনিত হয় মাদকবিরোধী প্রতিবাদ সহ অনেক র‌্যালি। সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠনের উদ্যোগেই আয়োজন হচ্ছে মাদক বিরোধী আলোচনা সভা এবং সেমিনার। মাদকদ্রব্য ব্যবহার এবং এর অবৈধ পাচারের…

বিস্তারিত