জীবনী প্রকাশ: বেজায় চটেছেন সঞ্জয়

জীবনী প্রকাশ: বেজায় চটেছেন সঞ্জয়

‘জাগারনট’ নামের ভারতীয় একটি প্রকাশনা সংস্থা এবং লেখক ইয়াসির ওসমানের ওপর বেজায় চটেছেন বলিউডের হার্টথ্রম অভিনেতা সঞ্জয় দত্ত। কেননা, নায়কের অনুমতি না নিয়েই তারা তার একটি ‘আনঅথরাইজড’ জীবনী প্রকাশ করতে চলেছেন। বইটির নাম ‘দ্য ক্রেজি আনটোল্ড স্টোরি অব বলিউড’স ব্যাড বয়’। এই লেখক ও প্রকাশনা সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা ভাবছেন সঞ্জয় দত্ত। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার এই ইচ্ছার কথা জানিয়েছেন ‘মুন্না ভাই এমবিবিএস’ খ্যাত নায়ক। তিনি বলেন, ‘আমি জাগারনট পাবলিকেশনস কিংবা ইয়াসির ওসমানকে আমার জীবনী লেখার বা প্রকাশ করার অনুমতি দেইনি। আমার আইনজীবীরা তাদের আইনি নোটিশ পাঠিয়েছেন। যার…

বিস্তারিত