জীবনের সাথে সংগ্রাম করতে করতে ক্লান্ত প্রতিবন্ধী টুটুল, তবুও থেমে নেই।

জীবনের সাথে সংগ্রাম করতে করতে ক্লান্ত প্রতিবন্ধী টুটুল, তবুও থেমে নেই।

মাহফুজ রাজা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ; পৃথিবীটা মনোরম করে সাজিয়েছে মওলা মানুষের জন্য,আঠারো হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন মানুষের জন্য।সব মানুষের রয়েছে সমাজে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করার অধিকার। একটু সহানুভূতি পেলে অসহায় মানুষগুলি অন্তত পায় বেঁচে থাকার প্রয়াস।প্রতিবন্ধী সমাজের অভিশাপ নয় বরং আশীর্বাদ।পরের উপর বোঝা নয়, নিজ কর্মে আয় উপার্জন করে বেঁচে থাকতে চায়।কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের চরকাটি হারী গ্রামের প্রতিবন্ধী  টুটুল। অন্যের ওপর নির্ভরশীল না থেকে ব্যবসা করে দুই  বোনের লেখাপড়ার খরচ ও  পরিবারের ভরণ পোষণ চালাচ্ছে সে। ইদানিং  বোনদের লেখাপড়ার খরচ ও অসুস্থ বাবা-মার চিকিৎসার খরচ  চালাতে এখন…

বিস্তারিত