জেনিফারের সেলফিতে পুরুষটি কে?

জেনিফারের সেলফিতে পুরুষটি কে?

দ্য মর্নিং শো’ সিরিজের দ্বিতীয় মৌসুমের শুটিং শুরু করেছেন জেনিফার অ্যানিস্টন। শোনা যাচ্ছে, ব্র্যাড পিটের নতুন সিনেমা ‘বুলেট ট্রেন’-এর শুটিংও কাছাকাছি কোথাও চলছে। ঠিক এমন সময়েই একটি ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, জেনিফারের তুলা সেলফিতে তার চুলের আড়ালে একজন পুরুষ শুয়ে আছেন। ওই সেলফিতে জেনিফারের পোষা কুকুরের মাথাও দেখা যাচ্ছে।  জেনিফারের শেয়ার করা ওই ছবি দেখে অনেকেই ধরে নিয়েছেন, শুয়ে থাকা ওই ব্যক্তি ব্র্যাড পিট। যদিও ১৫ বছর আগে ব্র্যাড পিট ও জেনিফার অ্যানিস্টনের বিচ্ছেদ হয়। কিন্তু গত বছর ‘স্ক্রিন অ্যাক্টর গিল্ড’ পুরস্কার অনুষ্ঠানে জেনিফার অ্যানিস্টনের সঙ্গে…

বিস্তারিত