ঝিনাইদহে উচ্চফলনশীল রোগবালাই-সহিষ্ণু দুদুলতা ধানের জাত আবাদ বৃদ্ধি

ঝিনাইদহে উচ্চফলনশীল রোগবালাই-সহিষ্ণু দুদুলতা ধানের জাত আবাদ বৃদ্ধি

 রিয়াজ উদ্দীন (ঝিনাইদহ) প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার কালুহাটি গ্রামের কৃষক এমদাদুল হক দুদু মিয়ার উদ্ভাবিত উচ্চফলনশীল রোগবালাই-সহিষ্ণু দুদুলতা ধানের জাত আবাদ বৃদ্ধি পেয়েছে। গত বছর নিজ উদ্যোগে কৃষক দুদুমিয়া ধানের বীজ কৃষকদের মাঝে সরবরাহ করায় এ বছর ধানের আবাদ বৃদ্ধি পেয়েছে। এছাড়াও ফলনও বাম্পার হবে বলে কৃষকেরা আশা করছেন। জানা যায়, ২০১২ সালে সদর উপজেলার কালুহাটি গ্রামের কৃষক এমদাদুল হক দুদু মিয়া সুবললতা ধানের মধ্যে নতুন জাতের ধানের তিনটি গোছা আবিষ্কার করেন। প্রাথমিকভাবে দুই বছর পরিচর্যার পর ওই ধানের বীজ তৈরি করে নিজের জমিতে আবাদ শুরু করেন তিনি। রোগবালাই-সহিষ্ণু ওই…

বিস্তারিত