ঝিনাইদহে চলতি বছর সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

ঝিনাইদহে চলতি বছর সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

শেখ শফিউল আলম লুলু,ঝিনাইদহ; ঘন কুয়াশার চাঁদর মুড়ি দিয়ে এসেছে শীত। শত বাঁধা উপেক্ষা করে কৃষকরা বুকভরা আশা নিয়ে এ বছর আবাদ করেছে সরিষা। ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার প্রত্যেকটি প্রান্তরে গেলেই চোঁখে পড়ে অবারিত সরিষার ক্ষেত। যেদিকে তাকানো হয় শুধু সরিষার ফুলের সমারোহ। কৃষকদের অব্যাহত লোকশানের পরও তাঁরা এ বছর সরিষার আবাদ করেছে প্রাণ খুলে। অল্পদিনের আবাদে কৃষকদের বেশি একটা খরচ হয় না বলে তাঁরা এ আবাদ করে থাকে। আমন ধান উঠার পর পর কৃষকরা জমি চাষ করে অথবা অনেকেই ধানের জমিতে চাষ বাদে সরিষার আবাদ করে থাকে।কালীগঞ্জ উপজেলার নলভাংগা গ্রামের…

বিস্তারিত