ঝিনাইদহে দৃষ্টি প্রতিবন্ধী পিতা-পুত্রের ‘সিঙ্গাড়া দোকান’

ঝিনাইদহে দৃষ্টি প্রতিবন্ধী পিতা-পুত্রের ‘সিঙ্গাড়া দোকান’

শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ; ঝিনাইদহের শৈলকুপায় বাসায় বসে মা সাপিয়া খাতুন সিঙ্গাড়া-চপ তৈরী করেন, দৃষ্টি প্রতিবন্ধী বাবা সামছের আলী অন্যের সহযোগিতায় সেগুলো পৌছে দেন। আর আরেক দৃষ্টি প্রতিবন্ধী ছেলে উজ্জল হোসেন মোল্লা ভাঙ্গাচুরা দোকানটিতে বসে সেগুলো বিক্রি করেন। এভাবে চলছে শৈলকুপার সাতগাছি মোড়ের পিতা-পুত্রের সিঙ্গাড়ার দোকান। যে দোকানের ব্যবসা করেই চলে তাদের ৫ জনের সংসার। স্থানীয়রা বলছেন, এই দোকানের খাবারগুলো খুবই সুস্বাধু হয়। যে কারনে দ্রæতই বিক্রি হয়ে যায়। দুপুরের পর শুরু হয়ে সন্ধ্যার পূর্বেই বিক্রি শেষ হয়ে যায়। পিতা-পুত্রের দাবি অন্যের একটি পরিত্যাক্ত ভাঙ্গাচুরা দোকানে তারা ব্যবসা করছেন।…

বিস্তারিত