টুথপেস্ট দিয়ে করা ১০ দুর্দান্ত কাজ

দাঁত ব্রাশ করার জন্য টুথপেস্টের ব্যবহারের কথা আমরা সবাই জানি। মুখের স্বাস্থ্য ভাল রাখতে টুথপেস্ট অপরিহার্য। কিন্তু এটা অনেকেরই অজানা, টুথপেস্টের আরও নানাবিধ ব্যবহার সম্ভব, যেগুলোর সঙ্গে মুখের বা দাঁতের কোনও সম্পর্কই নেই। এখানে সেরকমই ১০টি ব্যবহারের কথা বলা হয়েছে। হাতের দুর্গন্ধ দূর করা: বাঙালিদের অভ্যাস হাত দিয়ে খাওয়া। কিন্তু অনেক সময়েই খেয়ে উঠে সাবান দিয়ে হাত ধোওয়ার পরেও হাত থেকে যেতে চায় না তেল মশলা বা কাঁচা পেঁয়াজের গন্ধ। সেক্ষেত্রে খেয়ে উঠে অল্প একটু টুথপেস্ট ঘষে নিন হাতে, তার পরে স্বাভাবিকভাবে সাবানে ধুয়ে ফেলু‌ন হাত। দেখবেন, হাতে কোনও দুর্গন্ধ…

বিস্তারিত