ঠাকুরগাঁওয়ে জমির শ্রেণি পরিবর্তন করে শ্মশানের জমি দখল

ঠাকুরগাঁওয়ে জমির শ্রেণি পরিবর্তন করে শ্মশানের জমি দখল

জসিম উদ্দিন ইতি (ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে হিন্দু সম্প্রদায়ের ব্যবহার্য শ্মশানের জমির শ্রেনি পরিবর্তন করে দখলের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। সি.এস এবং এস.এ রেকর্ডভুক্ত শ্মশানের জমি দখলের ঘটনাটি ঘটেছে উপজেলার ভুকুরগাঁও গ্রামে। ভুকুরগাঁও গ্রামের নন্দ কুমার রায় ও দেবুলাল রায়  জানান, আমরা জানি, শুনেছি এবং দেখেছি ওই জমিতে আমাদের বাপ-দাদার আমলের লোকজনের মরদেহ সেখানে পোড়ানো হতো। এখন কিছু অসাধু লোক আমাদের শ্মশানের  শ্রেণি পরিবর্তন করে দখল করেছে। আমরা এর প্রতিকার চাই। ভুকুরগাঁও শ্মশানঘাট কমিটির সম্পাদক বাবুল কুমার রায় বলেন, সি.এস এবং এস.এ রেকর্ডে ভুকুরগাঁও মৌজার ৫১৫ এবং ৫১৬ দাগে জমির…

বিস্তারিত