ডাক্তার’ পাশে রেখেই টেন্ডুলকারের আপেল পছন্দ

ইংরেজি প্রবাদে আছে, ‘অ্যান অ্যাপেল এ ডে, কিপস দ্য ডক্টর অ্যাওয়ে।’ অর্থাৎ প্রতিদিন একটি আপেল খেলে ডাক্তারের দরকার পড়ে না। তবে শচীন টেন্ডুলকারের ক্ষেত্রে ব্যাপারটি খাটে না। তিনি আপেল পছন্দ করেন কিন্তু পাশে ডাক্তার থাকতে হবে! কিছু বোঝা গেল? আচ্ছা, ব্যাপারটা তাহলে খুলে বলা যাক। মুম্বাইয়ের বান্দ্রায় এমআইজি ক্রিকেট ক্লাবে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সস্ত্রীক গিয়েছিলেন টেন্ডুলকার। ভারতের খ্যাতনামা শিশুরোগ বিশেষজ্ঞ যশোবন্ত আম্বেদকার এবং আরও দুই ডাক্তারের লেখা সেই বইয়ের মোড়ক উন্মোচন করেন টেন্ডুলকারের স্ত্রী অঞ্জলি। তিনি নিজেও শিশুরোগের ডাক্তার এবং একসময় যশোবন্ত আম্বেদকারের ছাত্রী ছিলেন। কিন্তু জীবনসঙ্গী ক্রিকেট…

বিস্তারিত