তাজিয়া মিছিলের জন্য প্রস্তুত হচ্ছে বিবিকা রওজা

আরবি মাস মহররম এলেই শিয়া সম্প্রদায়ের লোকজন তাজিয়া মিছিলের প্রস্তুতি নিতে থাকেন। কারবালা প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)— এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.)—এর শাহাদাতের শোককে ধারণ করতে এ তাজিয়ার আয়োজন করা হয়। প্রতি বছরের ন্যায় এ বছরও শোক প্রকাশে তাজিয়া মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে রাজধানীর ফরাশগঞ্জের বিবিকা রওজায়। আগামী ৮ আগস্ট (৯ মহররম) এখানকার শিয়া মুসলিমরা পায়ে হেঁটে মিছিল করবেন এবং ৯ আগস্ট (১০ মহররম) তারা দৌড়ে দৌড়ে রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে তাজিয়া মিছিল করবেন। বিবিকা রওজার শিয়ারা বিশ্বাস করেন, ইমাম হোসেন (রা.) যখন কারবালার ময়দানে শহীদ হন, তখন…

বিস্তারিত