তাদের একক নাট্যোৎসব

দেশের প্রথম সারির নাটকের দল মণিপুরি থিয়েটার। মৌলভীবাজার জেলার কমলগঞ্জের ঘোড়ামারা গ্রামের নটমণ্ডপে এ দলটি তিন দিনব্যাপী আয়োজন করেছে একক-অভিনয় উৎসবের। ‘অদ্বিতীয়া নাটরঙ্গ’ নামে এই নাট্যোৎসবটি শুরু হবে ১০ জানুয়ারি। পর্দা নামবে ১২ জানুয়ারি। ১০ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এর উদ্বোধন করা হবে। এরপর সন্ধ্যা ৭টায় ঢাকা থিয়েটার পরিবেশন করবে রোজী সিদ্দিকীর একক অভিনয়ে নাটক ‘পঞ্চনারী আখ্যান’। নাটকটির রচয়িতা হারুন রশীদ, নির্দেশনা শহীদুজ্জামান সেলিম। ১১ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় মণিপুরি থিয়েটার জ্যোতি সিনহার একক অভিনয়ে পরিবেশন করবে নাটক ‘কহে বীরাঙ্গনা’। মাইকেল মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা কাব্য’ অবলম্বনে এর…

বিস্তারিত