‘দরকার পড়লে হরলিক্স খা’, সোহমকে বললেন দেব

‘দরকার পড়লে হরলিক্স খা’, সোহমকে বললেন দেব

অভিনেতা সোহম চক্রবর্তীকে হরলিক্স খেতে বললেন অভিনেতা দেব। কিন্তু কেন? আসলে পুরো ঘটনাটাই মজার একটা ব্যাপার। গত ২৩ নভেম্বর অভিনেতা সোহম চক্রবর্তী এবং তার স্ত্রী তানিয়া চক্রবর্তীর অষ্টম বিবাহবার্ষিকী ছিল। আর সে জন্য স্ত্রী’র সঙ্গে টুইটারে ছবি পোস্ট করেন সোহম। সঙ্গে আট বছরের বিবাহবার্ষিকীতে বেশ রোম্যান্টিক একটা ক্যাপশনও লেখেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘দেখতে দেখতে আটটা বছর কেটে গেললো। এখনো অনেক বছর কাটানো বাকি। সবকিছুর জন্য ধন্যবাদ পুচকু। আমি তোমাকে ভালোবাসি’। দম্পতির পোস্টে অবশ্য ভালোবাসা ও শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে। সেখানেই সবচেয়ে মজাদার কমেন্ট করেন অভিনেতা দেব। তিনি লেখেন, ‘আরো আশি…

বিস্তারিত