দরিদ্র পরিবার থেকে যেভাবে ‘ম্যারাডোনা’ হয়ে ওঠেন

দরিদ্র পরিবার থেকে যেভাবে ‘ম্যারাডোনা’ হয়ে ওঠেন

দিয়েগো আরমান্দো ম্যারাডোনার জন্ম ১৯৬০ সালের ৩০ অক্টোবর বুয়েনস আয়ার্সের এক দরিদ্র এলাকায়। খুবই দরিদ্র পরিবারের সন্তান ছিলেন ম্যারাডোনা। জীবিকার সন্ধানে তার মা-বাবা কোরিয়েন্তেস রাজ্য থেকে পাড়ি জমিয়ে আসেন লেনাসে। তবে তিনি বেড়ে ওঠেন বুয়েন্স আয়ার্সের এক উপশহর ভিলা ফিওরিটোয়। মা-বাবার প্রথম চার কন্যার পর জন্ম হয় ম্যারাডোনার। তারপর আরও দুটি ভাই রয়েছে ম্যারাডোনার। একজনের নাম হুগো, অন্যজনের নাম রাউল। দুজনই ছিলেন পেশাদার ফুটবলার। আট বছর বয়সেই ম্যারাডোনার ফুটবল প্রতিভার প্রকাশ ঘটে। বাড়ির পাশের ক্লাব এস্ট্রেলা রোজার হয়ে খেলতে গিয়ে নজরে পড়েন ট্যালেন্ট হান্টিং স্কাউটদের। বুয়েনস আয়ার্সের দল আর্জেন্টিনো জুনিয়রের…

বিস্তারিত