দর্জি পাখি টুনটুনি

দর্জি পাখি টুনটুনি

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ ঃ মানুষ জন্মের পর পরই পোশাক তৈরি করা বা ঘর-বাড়ীতে বসবাস করা শিখতে পারেনি। ইতিহাস থেকে জানা যায় মানুষ অতীতে গাছের ছাল-বাকল দিয়ে কোন রকমে লজ্জাস্থান ঢেকে রাখত। ধাপে ধাপে কাপড় বানানো শিখল। বর্তমানে মানুষ অনেক আধুনিক জামা-কাপড় তৈরি করতে ও ব্যাবহার করতে শিখেছে। অনেকে ধারনা করেন পশু-পাখিদের দেখেই মূলত মানুষ ঘর-বাড়ি তৈরি করতে উৎসাহ পায়। আর টুনটুনি পাখির দর্জির মতো করে বাসাবাধা দেখেই মানুষের পূর্ব প্রজন্ম জামা-কাপড় ও বসতবাড়ি তৈরি করতে শেখে। টুনটুনি পাখি নিয়ে কত গল্পগাঁথা আছে তার কোন ইয়ত্তা নেই। টুনটুনি টুনটুনাল সাত…

বিস্তারিত