বাসে ঝুলছে মানুষ, দাপট দেখাচ্ছে সিএনজি-রিকশা-বাইক

কিছু না জেনেই রাজধানীতে সকালে যারা কাজে বের হয়েছেন, তাদের কাছে চির-চেনা শহরটা একেবারেই ভিন্ন রকম মনে হয়েছে। তারা শুধু দেখছে রাস্তায় গণপরিবহন খুব একটা নেই, যেই অল্প সংখ্যক চলছে তার প্রতিটিতে ‘বাদুর ঝোলা’ হয়ে আছে সাধারণ যাত্রীরা। হেলপারদের নেই চিরচেনা হাঁকাডাক, স্টপেজগুলোতে থামছে না বাস। কারণ বাসগুলোই আগে থেকেই যাত্রীতে ঠাসা। অন্য দিকে গণপরিবহন সংকটে সুর বদলে দিয়েছে সিএনজিচালিত অটোরিকশা। তারা বাড়তি ভাড়া ছাড়া কোনো গন্তব্যে যাবে না, একই অবস্থা রিকশা বা চুক্তিভিত্তিক মোটরবাইকগুলোর। শনিবার (৬ আগস্ট) সকাল থেকে রাজধানী প্রতিটি এলাকার চিত্র একই রকমের। এর কারণ গতরাতে হঠাৎ…

বিস্তারিত